হিমন্তের ডানহাত নাকি ? হিমন্তবিশ্ব শর্মার শক্তিবৃদ্ধি হলো
হিমন্তের ডানহাত নাকি : হিমন্তবিশ্ব শর্মার শক্তিবৃদ্ধি হলো। এবার তিনি তাঁর "মহান" কর্মযজ্ঞে পাশে পেয়ে গেলেন আরেক কর্মবীরকে। এই কর্মবীর হলেন অখিল গগৈ।
সেদিনও তিনি সাধারণ খেটে খাওয়া কৃষক - শ্রমিককের পাশে দাঁড়াতেন। এখন তিনি দাঁড়াচ্ছেন মুখ্যমন্ত্রীর পাশে। মুখ্যমন্ত্রীর অনেক ভালো কাজের মাঝেও বাংলাভাষী আর অনুপ্রবেশ নিয়ে তাঁর তৎপরতা ঘিরে দেশজুড়ে বিতর্ক দেখা দিয়েছে।
তাঁর বিরুদ্ধে সবচেয়ে বেশি সরব মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষক মুক্তি সংগ্রাম সমিতির নেতা অখিল গগৈকে আগে কখনো সরকারের পাশে দাঁড়াতে দেখা যায়নি।
"রাইজর দলর" নেতা তথা বিধায়ক অখিল গগৈ একেবারে ট্রাক, বুলডোজার নিয়ে মুখ্যমন্ত্রীর পাশে এসে দাঁড়িয়েছেন... ! সেসব যানবাহন কাজে লাগিয়ে যেমন বিরাট বিরাট স্থাপনা ভাঙা হয়, অখিলও তেমনি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ডেরা ভাঙবেন, তাদের সমূলে উপড়ে ফেলবেন। যাক মস্ত বড়ো এক কর্মবীরকে পাওয়া গেল।
প্রসঙ্গত, অনুপ্রবেশকারী অসমের জন্য কোনো নতুন সমস্যা নয়। এই সমস্যা ছিল, আছে, থাকবেও। আগেও কোনো দল বা সরকার এই সমস্যা সমাধান করতে পারেনি বা করেনি। হিমন্তের পক্ষেও এত সহজে বা তড়িঘড়ি এর নিষ্পত্তি করা সম্ভব নয়।
এবার হয়তো হিমন্তের কাজে আগের চেয়ে আরও গতি আসবে...! কারণ তিনি পাশে পেয়ে গেছেন অখিল গগৈকে। তবে কি অখিলের শক্তিতে এবার হিমন্ত আরও বলবান হবেন..! দেখা যাক কী হয়...!
No comments:
Post a Comment